এই ব্লগটি সন্ধান করুন

মঙ্গলবার, ৪ সেপ্টেম্বর, ২০১২


মনটা খুব বিষন্ন
আজ,মনের মধ্যে খুব
হাহাকার করছে।।কেন
জানি মনে হচ্ছে কি যেন
হারিয়ে যাচ্ছে জীবন
...
থেকে।।সেদিনের
ভালো লাগা গুলো আগের
মত স্পর্শ
করে না মনকে।।

মনটা আজ ভীষণ
একা।।
আকাশ টাকে আজ খুব
বিষন্ন লাগছে।।অনেক
খুজেঁও
একটা তারা পেলাম
না,চাদঁ তো দূরের কথা।।

অনেকদিন ধরে বৃষ্টির
ছোয়াঁ পাচ্ছি না।।
ভুলে গেছি কয়েকদিন
আগেও
বৃষ্টি নেমেছে,তবুও
মনে হচ্ছে অনন্তকাল
ধরে বৃষ্টি হয় নি।।

জীবনে চলার
পথে হারিয়েছি অনেক,যাদেরকে পেয়েছি তাদের
থেকে দূরে সরে গিয়েছি,একা পথ
চলবো বলে।।কিন্তু
যখন একা থাকি,খুব
ইচ্ছে হয় সবাই আমার
পাশে থাকুক,খুব
কাছে থেকে ভালোবাসুক,যতটা আমি চেয়েছি তার
থেকে অনেক বেশী।।

 
আরো দেখুন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন