এই ব্লগটি সন্ধান করুন

রবিবার, ৯ সেপ্টেম্বর, ২০১২


তুমি রোদেলা অরন্যে, যেনো এক মায়া হরিণ
তুমি তীব্র খরার পরেই যেন হ্রদয়ে বৃষ্টি দিন
যাদুকরি এক ছোঁয়ায়, তুমি বদলে দেবে আমায়
আমি চোখ বুজে দেখি, তুমি এলে পায়ে-পায়
ভাবিনি এত সহসাই, পুর্ন হবো....ভালবাসায়
...

তুমি খুব চাওয়ার পরে, যেন হাসলে এক ঝলক
আমি চাইনা কিছুইতো আর, শুধু চেয়ে থাকি অপলক
অবাক এক প্রভায়, কাছে টেনেছো আমায়
আমি রই যে ভাষাহীন, সেই অদ্ভুত মমতায়
ভাবিনি এত সহসাই, পুর্ণ হবো....ভালবাসায়

তুমি সাত সাগর দুরের, যেন চমকে দেয়া কাহিনি
আমি ক্ষুদ্র প্রজা যে দেশে, তুমি সেই দেশের রাণি
মিষ্টি সুখের আশায়, খুঁজে নেবে এই আমায়
আমি প্রানপনে ভাবি, তুমি আমার সীমানায়
ভাবিনি এত সহসাই, চুর্ন হবো....ভালবাসায়

you tube link - http://www.youtube.com/watch?v=r50by7XOk9U
আরো দেখুন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন