এই ব্লগটি সন্ধান করুন

মঙ্গলবার, ৪ সেপ্টেম্বর, ২০১২


প্রশ্ন ছিল -
আমি তোমায় ভালবাসি কিনা ?
উত্তর হলো,
আমি তোমায় বন্ধু করতে চাই..

...
তুমি মিষ্টি হেসে বললে,
আমি বন্ধুত্ব বুঝি না
ভালবাসা জানি।
আমি মুখ ঘুরিয়ে বললাম,
মানুষ নিজেকে ছাড়া আর কাউকে
ভালবাসতে পারে না।

তুমি মুখ বেঁকিয়ে ভ্রুকুটি হেনে বললে,
বাদাম ভাজা খাবে ?
আমি বললাম,
আমায় একটু ভালবাসবে ?

তুমি চুপ!
আরো দেখুন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন