এই ব্লগটি সন্ধান করুন

সোমবার, ৩ সেপ্টেম্বর, ২০১২



আজ সেই অশ্রু
রজনী।।
যাকে হারিয়ে পাগলের
মতো কেদেঁ ছিলাম,সেই
পাগলামি আজ অশ্রুর
...
মতো ঝরেছিলো আজ।।
আমার
অস্থিরতা আমি আরেকজনের
মাঝে দেখেছিলাম।।
যার মাঝে আমার সেই
স্বপ্নগুলো ভেসে বেড়াতো।।
সে নেই,
স্বপ্নগুলোতে মরচে পড়েছে।।
আমি সেসব নিয়ে আজ
কান্নার
প্রহরে ডুবে আছি।।
একা,সবসময়
একাকিত্ব কে নিয়েই
আমার পথ চলা।।
কারণ আমি আর
কখনোই অন্য
কাউকে এক
মূহূর্তের জন্য
ভালোবাসতে পারি নি।।
কখনো পারবোও
না,কেননা আমার
দেয়া সেই পাচঁটি নীল
পদ্মগুলো আজ তার
হাতে।।সে আমার
নীলপদ্ম
গুলো নিয়ে একা ঘুরে বেড়াচ্ছে,আর
আমি খালি হাতে বিষন্ন
হয়ে তাকিয়ে আছি।।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন