এই ব্লগটি সন্ধান করুন

বৃহস্পতিবার, ৬ সেপ্টেম্বর, ২০১২


তুমি কি তোমার নীলপদ্মগুলো আমার হাতে তুলে দিবে?
আমি যে শূণ্য হাতে দাড়িঁয়ে আছি।। তোমায় ভালোবেসে আমার নীলপদ্মগুলো হারিয়েছি, "ভালোবাসি"বলে আমার নীলপদ্মগুলো তোমার কাছে।। তুমি কখনোই ভালোবাসো বলো নি আমাকে।।

ফিরিয়ে ও দাও নি সেই পদ্ম,আমি যে আশায় আছি,
আজ ভালোবাসার পদ্মগুলোতে রক্তিম বর্ণ ছড়িয়েছে।।
...

তোমাকে যখন মনে মনে ভালোবাসি বলি, মনে হয় এই তো তুমি পাশে বসে আছো।। যখন ই তোমাকে দেখতে চোখ মেলি, তোমাকে হঠ্যাত্‍ ই হারিয়ে ফেলি।।

হয়তো তুমি কখনো আমায় ভালোবাসবে না, কখনো পাশে বসে বলবেও না।।

তবুও আমার মনের একটিই চাওয়া,
তুমি আমার হারিয়ে যাওয়া পদ্মগুলো নিয়ে ভালো থেকো।।
আমি জানি তোমার মনের কোন এক অংশে আমি আছি, কারণ আমার ভালোবাসা তোমার পদ্মের মাঝে মিশে আছে।।
 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন