আনমনে হাঁটি আমি
উদাস পথের বাঁকে
মনে হয় কেউ যেন
নাম ধরে ডাকে
...
উদাস পথের বাঁকে
মনে হয় কেউ যেন
নাম ধরে ডাকে
...
আমার পথের শেষে
দাঁড়িয়ে আছো তুমি
তোমার পরে কিছু নেই
শুধু মরুভূমি
তুমি বললে নেই
আমি জানি আছে
তোমার চোখের কাছে
ঠোঁটের কাছে
ভালোবাসা লেখা আছে
কখনো নদী হয়ে
সাগরে হারাও যদি
আমিও মেঘ হয়ে
উড়ে যাবো মোহনা অবধি
তোমাকে দেখলেই একটি
গাঢ় ইচ্ছে জাগে
ভালোবাসার টিপ দিয়ে দেই
মাতাল অনুরাগে
আসতে চাইলে এসো
দরজা খোলা আছে
তোমার জন্য কিছু
ভালোবাসা তোলা আছে
বন্ধু যদি নাইবা হলে
প্রিয় শত্রু হইও
চোখের তারা না-ই হলে
চক্ষুশূল হইও
আজ কাটুক দিন
তোমাতে মগ্ন হয়ে
কিছু সময় জমে থাকুক
দুচোখে স্বপ্ন হয়ে
বন্ধু তুমি যতই দূরে থাকো
ঝরা পাতায় চিঠি লিখে
গড়বো আমি সাঁকো
কাছে তুমি নাইবা রইলে
স্বপ্নে তুমি থেকো
যত দূরেই যাও না চলে
শুধু মনে রেখো
তোমার জন্য স্বপ্ন কিনতে গিয়ে
আমি নি:স্ব হয়ে গেলাম
স্বপ্নের দাম দিতে গিয়ে
হৃদয় হলো নিলাম
যদি কখনো চলে যাই দূরে
কোন এক অচিনপুরে
হৃদয়ে লিখে রেখো নাম
একদিন আমিও ছিলাম
-ঈশান মাহমুদ
দাঁড়িয়ে আছো তুমি
তোমার পরে কিছু নেই
শুধু মরুভূমি
তুমি বললে নেই
আমি জানি আছে
তোমার চোখের কাছে
ঠোঁটের কাছে
ভালোবাসা লেখা আছে
কখনো নদী হয়ে
সাগরে হারাও যদি
আমিও মেঘ হয়ে
উড়ে যাবো মোহনা অবধি
তোমাকে দেখলেই একটি
গাঢ় ইচ্ছে জাগে
ভালোবাসার টিপ দিয়ে দেই
মাতাল অনুরাগে
আসতে চাইলে এসো
দরজা খোলা আছে
তোমার জন্য কিছু
ভালোবাসা তোলা আছে
বন্ধু যদি নাইবা হলে
প্রিয় শত্রু হইও
চোখের তারা না-ই হলে
চক্ষুশূল হইও
আজ কাটুক দিন
তোমাতে মগ্ন হয়ে
কিছু সময় জমে থাকুক
দুচোখে স্বপ্ন হয়ে
বন্ধু তুমি যতই দূরে থাকো
ঝরা পাতায় চিঠি লিখে
গড়বো আমি সাঁকো
কাছে তুমি নাইবা রইলে
স্বপ্নে তুমি থেকো
যত দূরেই যাও না চলে
শুধু মনে রেখো
তোমার জন্য স্বপ্ন কিনতে গিয়ে
আমি নি:স্ব হয়ে গেলাম
স্বপ্নের দাম দিতে গিয়ে
হৃদয় হলো নিলাম
যদি কখনো চলে যাই দূরে
কোন এক অচিনপুরে
হৃদয়ে লিখে রেখো নাম
একদিন আমিও ছিলাম
-ঈশান মাহমুদ

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন