এই ব্লগটি সন্ধান করুন

শুক্রবার, ১৪ সেপ্টেম্বর, ২০১২


এক মুঠো স্নিগ্ধতা দিলাম তোমায়
সাজিয়ে নিও নিজের মতন করে
এক আকাশ দিলাম তোমায়
বৃষ্ট ঝড়াও নিজের মতন করে
এক সমুদ্র দিলাম তোমায়
ভেসে বেড়াও আপন ঢেউ এর তালে
...
এক জোত্‍স্না রাত দিলাম তোমায়
চাঁদটা রেখো নিজের মতন করে
এক পৃথিবী দিলাম তোমায়
খুঁজে নিও আমাকে.....
≈♥♥≈
♥ ভাল লাগলে আপনার প্রিয় মানুষ কে ট্যাগ এবং শেয়ার করে পেজে এক্টিভ থাকুন ♥
আরো দেখুন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন