সহসা রঙ্গিন হওয়া জীবনটা,
আবার সহসাই হয়ে গেল ধূসর-বিবর্ণ...
বদলে যাওয়া তোমার মতন,
বদলাতে পারিনি আমি...
তাই হয়ত আমায় ফেলে,
...
আবার সহসাই হয়ে গেল ধূসর-বিবর্ণ...
বদলে যাওয়া তোমার মতন,
বদলাতে পারিনি আমি...
তাই হয়ত আমায় ফেলে,
...
চলে গেছ আজ অনেক বেশি দূরে...
স্মৃতির পাতায় আজ আর খুজতে চাই না তোমায়,
তবুও বারেবার চলে আসে তোমার ছায়া,
দিবানিশি অহর্নিশি চোখের পলকের কোনে...
কি করব বল...?
আমার জীবনের সবকটা পাতায়,
ছিলে তুমি, শুধু তুমি...
চাইলেও যে পারি না আর মনের গহীন হতে,
মুছে ফেলতে তোমায়...
জানি যেখানে গিয়েছ তুমি,
ফিরে আসবে না আর কখনো কোনদিন...
তবুও আছি যেন তোমারই প্রতিক্ষায়,
হয়ত কোন একদিন সত্যি হয়ে আসবে.....
স্মৃতির পাতায় আজ আর খুজতে চাই না তোমায়,
তবুও বারেবার চলে আসে তোমার ছায়া,
দিবানিশি অহর্নিশি চোখের পলকের কোনে...
কি করব বল...?
আমার জীবনের সবকটা পাতায়,
ছিলে তুমি, শুধু তুমি...
চাইলেও যে পারি না আর মনের গহীন হতে,
মুছে ফেলতে তোমায়...
জানি যেখানে গিয়েছ তুমি,
ফিরে আসবে না আর কখনো কোনদিন...
তবুও আছি যেন তোমারই প্রতিক্ষায়,
হয়ত কোন একদিন সত্যি হয়ে আসবে.....

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন