এই ব্লগটি সন্ধান করুন

শুক্রবার, ১৪ সেপ্টেম্বর, ২০১২


Løvër'কে ভাব দেখানোর লাইগ্গা কয়জন হাত কাইটা নামলেখার আকাম করছেন.....?
কমবেশি সবাই...!
কিন্তু আপনি কি জানেন, হাত কেটে কিংবাবিল্ডিং থেকে ঝাপ দিয়ে, জীবনের ঝুকি নিয়েভাব দেখানো কোনো কাজ করলে কখনো ভালোবাসা পাওয়া যায় না......!

ভালোবাসতে গেলে দরকা...
র ভালো মন।
নয় চেহারা নয় আপনার ঐশ্বর্য।
আপনার প্রকৃত ভালোবাসার মানুষটি কখনোই আপনার এ দুটিজিনিষের প্রতি কখনোই লক্ষ রাখবে না।
চাইবেনা মোবাইলে লোড, চাইবেনা আপনার শপিং এ যেতে,চাইবেনা আপনার সাথে দৈহিক সম্পর্ক করতে।
শুধু আপনার সাথে একটি বার দেখা করার জন্য, এক মুহুর্তআপনার মুখটি দেখার জন্য তারমন ছটফট করবে.........
ও কষ্ট পেলে শুধু আপনাকেই মনে করবে, আর ভাববে;
"আজ ও পাশে থাকলে হয়তোবা এমনটা হত না।"
এটাই না প্রকৃত ভালোবাসা....... !

কাওকে ভালোবাসলে ভালোবাসারমতই বাসুন। নয় êñjøý নয় t¡mêpä$s।
এমন ভাবে ভালোবাসুন যাতে এমন মনে হয়,
"তোমাকে শুধু আমি আমার জীবনে ভালোবাসবোনা, মরণের পরেও আল্লাহ্ যেনতোমাকে আমার সঙ্গে রাখে"
♦ভালো লাগলে, একটু কষ্ট করে লাইক বাটন টাতে ক্লিক মাইরেন। উত্‍সাহ পেলে ইনশাল্লাহ আরো ভালো পোষ্ট লিখতেপারব♦

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন