বৃষ্টি নয় এই অনন্য রাতে আমি অন্য কিছু চাই
দু-চারটে কথার মধ্যে আমি অন্য কারো কণ্ঠ শুনতে চাই
গান নয় শুধু গলার আওয়াজ...
আমার ঘুম গেছে তোমাকে খুঁজতে
... বালিশকে তাই নিঃসঙ্গের গল্প শোনাচ্ছে অনিদ্রা!
আমার অসহ্য লাগছে
আমার অস্থিরতা বাড়ছে
তোমাকে কি কোথাও মিলবে ?
তুমি এসে এই অনন্য রাতকে বিষাদ করে দাও
আঁধারের শরীরে ছিটিয়ে দাও তিক্ত খড়কুটো
তারপরও এসো
কিন্তু আসলে না
তোমাকে লেখা চিঠি সারা পৃথিবীর ডাকঘর ঘুরে ফিরে এলো,
এসে বললো; তুমি কোথাও নেই!
তোমার খুঁজে বের হওয়া ঘুম কোন এক জংশনের অন্ধকূপে আটকে গেছে
ফিরে আর এলো না...
দু-চারটে কথার মধ্যে আমি অন্য কারো কণ্ঠ শুনতে চাই
গান নয় শুধু গলার আওয়াজ...
আমার ঘুম গেছে তোমাকে খুঁজতে
... বালিশকে তাই নিঃসঙ্গের গল্প শোনাচ্ছে অনিদ্রা!
আমার অসহ্য লাগছে
আমার অস্থিরতা বাড়ছে
তোমাকে কি কোথাও মিলবে ?
তুমি এসে এই অনন্য রাতকে বিষাদ করে দাও
আঁধারের শরীরে ছিটিয়ে দাও তিক্ত খড়কুটো
তারপরও এসো
কিন্তু আসলে না
তোমাকে লেখা চিঠি সারা পৃথিবীর ডাকঘর ঘুরে ফিরে এলো,
এসে বললো; তুমি কোথাও নেই!
তোমার খুঁজে বের হওয়া ঘুম কোন এক জংশনের অন্ধকূপে আটকে গেছে
ফিরে আর এলো না...

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন