মানুষের কিছু কিছু অনুভূতি অনেকটা ঘুড়ির মত, স্বপ্ন ঘুড়ির মত। মাঝে মাঝে সেই ঘুড়ির সুতো ছিড়ে অনেক দূরে হারি্যে যায়, পাড়ি জমায় অচেনা মেঘের দেশে। আবার এসে জায়গা করে নেয় নতুন স্বপ্ন ঘুড়ি। কোন কোন স্বপ্ন ঘুড়ি ঘুড়ি শরৎ-এর মুক্ত মেঘের মত শুভ্র হয়ে মনের আকাশে বিচরন করে, আবার কোনটা বর্ষার মঘের নিচে হারিয়ে যায়.....
মানুষের জীবনকে যদি কয়েকটি গ্লাসের সাথে তুলনা করা হয়, যার মাঝে কোন গ্লাস পানি ...পূর্ন, কোনটা অর্ধ পূর্ন আবার কোনটা শূন্য। এদের মাঝে পানির স্থানান্তর যেন প্রকৃতিগত ভাবেই হয়। এইভাবে চিন্তা করলে মানুষের জীবন একটা নির্দিষ্ট সাম্যাবস্থার মাঝে বিচরন করে।
আমার খুব পছন্দের একটা গান আছে স্বপ্ন ঘুড়ি, গানটা শুনলেই একটা অদ্ভুত অনুভুতি হয়। যেন জীবনের কিছু দিক চোখের সামনে ভেসে ওঠে। কোথায় যেন একটা মিল খুঁজে পাই গানের কথা গুলোর সাথে। ব্যাখা করার চেষ্টা করলেও হয়ত পারব না, তাই অপচেষ্টা করলাম না।
পুব আকাশে আবির মেখে স্বপ্ন দেখব আমি
ভোরের স্বপ্ন সত্যি হবে একথা আমি জানি
শেষ প্রহরে তাই ঘুমিয়ে পড়ি
হব বলে স্বপ্ন ঘুড়ি....
ডাউনলোড লিংকঃ
প্রত্যেকটা মানুষই স্বপ্ন দেখে, আশা করে। সেই স্বপ্ন পূরন হোক বা না হোক মানুষ বেঁচে থাকে স্বপ্ন গুলোকে ঘিরে। মানুষ যেমন ভিন্ন ভিন্ন মানুষের স্বপ্ন গুলোও ভিন্ন ভিন্ন। কেউ স্বপ্ন দেখে অনেক সাফল্য লাভের, কেউ স্বপ্ন দেখে সাধারন অথচ শান্তিপূর্ন জীবনের কেউবা স্বপ্ন দেখে কাউকে নিয়ে ছোট্ট একটা সুখের ঘর বাঁধার। স্বপ্ন যত ভিন্নই হোক না কেন মিল একটা জায়গায়, স্বপ্ন দেখায়।
এমনি করে স্বপ্ন আমার হারিয়ে যায় বৃষ্টিতে
ভাঙা স্বপনের সুর দিয়ে আসে এই আমাতে....
স্বপ্ন সৃষ্টি হয় তার মাঝে কিছু স্বপ্ন মিলিয়েও যায়। এই ভাঙা গড়ায় মাঝে, হতাশ হয়ে আমরা চিন্তা করি এখানেই স্বপ্ন দেখার ইতি, আর কোন স্বপ্ন নয়। কিন্তু আবার নিজের অজান্তেই যেন আমাদের মাঝে এসে দানাবাঁধে ছোট বড় কত স্বপ্ন। সময় হলে তার কিছু আবার পূরন হয়, আবার কিছু কিছু মিলিয়ে যায়.
মানুষের জীবনকে যদি কয়েকটি গ্লাসের সাথে তুলনা করা হয়, যার মাঝে কোন গ্লাস পানি ...পূর্ন, কোনটা অর্ধ পূর্ন আবার কোনটা শূন্য। এদের মাঝে পানির স্থানান্তর যেন প্রকৃতিগত ভাবেই হয়। এইভাবে চিন্তা করলে মানুষের জীবন একটা নির্দিষ্ট সাম্যাবস্থার মাঝে বিচরন করে।
আমার খুব পছন্দের একটা গান আছে স্বপ্ন ঘুড়ি, গানটা শুনলেই একটা অদ্ভুত অনুভুতি হয়। যেন জীবনের কিছু দিক চোখের সামনে ভেসে ওঠে। কোথায় যেন একটা মিল খুঁজে পাই গানের কথা গুলোর সাথে। ব্যাখা করার চেষ্টা করলেও হয়ত পারব না, তাই অপচেষ্টা করলাম না।
পুব আকাশে আবির মেখে স্বপ্ন দেখব আমি
ভোরের স্বপ্ন সত্যি হবে একথা আমি জানি
শেষ প্রহরে তাই ঘুমিয়ে পড়ি
হব বলে স্বপ্ন ঘুড়ি....
ডাউনলোড লিংকঃ
প্রত্যেকটা মানুষই স্বপ্ন দেখে, আশা করে। সেই স্বপ্ন পূরন হোক বা না হোক মানুষ বেঁচে থাকে স্বপ্ন গুলোকে ঘিরে। মানুষ যেমন ভিন্ন ভিন্ন মানুষের স্বপ্ন গুলোও ভিন্ন ভিন্ন। কেউ স্বপ্ন দেখে অনেক সাফল্য লাভের, কেউ স্বপ্ন দেখে সাধারন অথচ শান্তিপূর্ন জীবনের কেউবা স্বপ্ন দেখে কাউকে নিয়ে ছোট্ট একটা সুখের ঘর বাঁধার। স্বপ্ন যত ভিন্নই হোক না কেন মিল একটা জায়গায়, স্বপ্ন দেখায়।
এমনি করে স্বপ্ন আমার হারিয়ে যায় বৃষ্টিতে
ভাঙা স্বপনের সুর দিয়ে আসে এই আমাতে....
স্বপ্ন সৃষ্টি হয় তার মাঝে কিছু স্বপ্ন মিলিয়েও যায়। এই ভাঙা গড়ায় মাঝে, হতাশ হয়ে আমরা চিন্তা করি এখানেই স্বপ্ন দেখার ইতি, আর কোন স্বপ্ন নয়। কিন্তু আবার নিজের অজান্তেই যেন আমাদের মাঝে এসে দানাবাঁধে ছোট বড় কত স্বপ্ন। সময় হলে তার কিছু আবার পূরন হয়, আবার কিছু কিছু মিলিয়ে যায়.

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন