এই ব্লগটি সন্ধান করুন

বৃহস্পতিবার, ১৪ জুন, ২০১২

 
তোমার আমার মাঝে,
অদ্ভুত এক দেয়াল।
কবে এলো তৈরি হলো,
কেউ করিনি খেয়াল।
এখন কেবল হচ্ছে মনে,
... যাচ্ছি দূরে সরে।
কেউ কাউকে দোষ দিবোনা,
রাখনি কেন ধরে।
অনেক বছর পরে হয়ত,
আবার হবে দেখা।
হয়তো তখন পড়বে মনে,
স্মৃতি প্রলেপ মাখা।
তখন যেনো লুকিওনা,
নিজের চোখের জল।
আমারও তো দৃষ্টি ঘোলা,
চক্ষু টলোমল।
চোখ মুছানোর সুযোগ দিও,
গাল টা ছুঁতে চাই।
দেবী তোমার হাত ও গালের,
মায়া ভুলি নাই।
আরো দেখুন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন