ভেজা শরীরভেজা ভেজা মন
একাকী ভিজতে ভিজতে পথ চলা
ভিজিয়ে দেয়
ঠাকুরদার দালান, চিলেকোঠা
... কানের পাশ দিয়ে গড়িয়ে নামে
যন্ত্রণা, ভেজা চোখে অন্য বৃষ্টি
সন্ধ্যে নামে ধীরে ধীরে
ভেজা পিচ-কালো রাস্তায়
ঠিকরে ওঠে নিয়ন আলো
অঙ্গীকার ছিল হাতের মুঠোয়
ভাষা ছিল চোখের তারায়
ভেজা একাকী কৃষ্ণচূড়া
তবুও ফুল ঝরায়
মারিয়ে চলে যায় পথচারী
কেউ-বা সন্তর্পনে এড়িয়ে
md ariful islam 0035796553813
একমুঠো আবীরের মত সেই ফুল
হাত ছুঁয়ে দেয় কখনো
বৃষ্টি ঝরে পড়ে আশে পাশে
অযাচিত দু'একজন বিমর্ষ চায়
তারা জানে না ঠাকুরদার দালান
তালা লাগানো মরচে চিলেকোঠা
ভেজা শরীরে ডানা মেলে
জ্যামিতিক ইতিহাস
নরম ভেজা চোখে
নিয়ন আলোয় তৈরী স্বপ্ন
ঘুম ঘুম অন্তহীন পথে
আবর্তিত হয় চরাচর
জীবনের কয়েদখানায়
আসতেই হয় পথ ধরে
একাকী
বৃষ্টি নামুক আরও জোরে
আমি কৃষ্ণচূড়া হতে চাই...আরো দেখুন
হাত ছুঁয়ে দেয় কখনো
বৃষ্টি ঝরে পড়ে আশে পাশে
অযাচিত দু'একজন বিমর্ষ চায়
তারা জানে না ঠাকুরদার দালান
তালা লাগানো মরচে চিলেকোঠা
ভেজা শরীরে ডানা মেলে
জ্যামিতিক ইতিহাস
নরম ভেজা চোখে
নিয়ন আলোয় তৈরী স্বপ্ন
ঘুম ঘুম অন্তহীন পথে
আবর্তিত হয় চরাচর
জীবনের কয়েদখানায়
আসতেই হয় পথ ধরে
একাকী
বৃষ্টি নামুক আরও জোরে
আমি কৃষ্ণচূড়া হতে চাই...আরো দেখুন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন