হৃদয়ের খোজেঁ জীবনের পথে,ঘুড়েছি অনেক দূর।
সন্ধান করে সবুজ শ্যামলিকা,
সাক্ষাত মিলেছে মরুর।
... খুজেছি হৃদয় দিব্য দিবালোকে,
খুজেছি আধারের কৃষ্ণ ছায়ায়।
উদয়ের রাঙা প্রভাতে খুজেছি,
খুজেছি গোধুলীর পরন্ত বেলায়।
জোস্নালোকের রুপোলী আভায়,
খুজেছি দিঘীর জলে।
আরো খুজেছি অমাবস্যাতে,
ভূতুঁরে আশ্বথ তলে।
জীবনের পথে হৃদয়ের খোজেঁ,
ঘুড়েছি তেপান্তর।
কল্পনা বিলাসী ভাবুক মনে,
ভেবে গেছি অবান্তর।
কেটে গেছে রাত;রাঙা প্রভাত,
মিলেনিকো তার দেখা,
দিগন্ত কোণে ইষৎ স্বপ্নে,
একেঁছি হৃদয় রেখা।
তবু নিরন্তর খুজে চলি তারে,
ক্লান্তিতে দু'চোখ বুজে।
পথ ধরেছি অচিন পথের,
শুধুই হৃদয়ের খোজেঁআরো দেখুন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন