কোন এক রক্তাক্ত স্বপ্নের সিঁড়ি বেয়ে
আমি চলেছি হেঁটে
এক অজানা গন্তব্যের পথে।
স্বপ্নের রঙীন ডানায়
আজ বাস্তবতার বোঝা।
... জানি, সামনে কঠিন পথ।
তবু ঘুরে দাড়াবো,
তবু স্বপ্ন দেখবো-
রক্ত আগুনে পোড়াব আজ দূর্বলতার পাপ।
সূর্যের চোখে চোখ রেখে
শপথ নিয়েছি আরেক সূর্য হবার
নতুন ইতিহাস লেখার।আরো দেখুন
আমি চলেছি হেঁটে
এক অজানা গন্তব্যের পথে।
স্বপ্নের রঙীন ডানায়
আজ বাস্তবতার বোঝা।
... জানি, সামনে কঠিন পথ।
তবু ঘুরে দাড়াবো,
তবু স্বপ্ন দেখবো-
রক্ত আগুনে পোড়াব আজ দূর্বলতার পাপ।
সূর্যের চোখে চোখ রেখে
শপথ নিয়েছি আরেক সূর্য হবার
নতুন ইতিহাস লেখার।আরো দেখুন

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন