মেঘ পরী!আমার মেঘ পরী!
মেঘ বালিকার ভালোবাসায় ডুবে থাকা মনে মেঘ পরীর জন্য একটু খানি আকাশ পেয়েছিলাম!
তার একটা ফোনের জন্য অপেক্ষায় থাকতাম
তার কাছে নিজের সব কান্না জমা রেখেছিলাম
... তার কাছে এক ভোরের শুরুতে…
আমার চোখের বৃষ্টি গুলো একটা নীল আদরে দু হাতে তুলে দিয়েছিলাম!
মেঘ পরীর জন্য নিজের জীবন টাও বাজি ধরে ছিলাম!
প্রথম যেদিন তাকে দেখি,
এই আমার সব টুকু মন তার ভিরু ভিরু পায়ের নুপুর হয়ে জড়িয়ে গিয়েছিল!
সেই চোখ!
পৃথিবীর সব চেয়ে সুন্দর দুটো চোখ!
জানিনা, হয়ত সৃষ্টিকর্তা নিজেও মুগ্ধ হয়ে চেয়েছিলেন!?
তার মুখে যেন খেলা করে রংধনুর রঙ্গিন আলো!
তার চুলে আমার ফেলে আসা দিনের সব কষ্ট হারিয়ে গিয়েছিল !
মায়াবী অধরে লুটিয়ে পড়েছিল আমার তৃষ্ণার্ত মন!
মেঘ পরীর জন্য দুরের আকাশের তারার আলো এনে দিতে চেয়েছিলাম!
কোজাগরী পূর্ণিমার পবিত্রতায় তার জীবন পূর্ণ করে দিতে চেয়েছিলাম!
আমি মেঘ পরীর প্রেমে পড়েছিলাম!আরো দেখুন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন