এই ব্লগটি সন্ধান করুন

শুক্রবার, ১৫ জুন, ২০১২

আজ আবার সেই পথে দেখা হয়ে গেল,
কত সুর কত গান মনে পড়ে গেল।
বলো,ভাল আছ তো ?

কদিন আগে এমন হলে,কটা দিন আরো বেশি পেতাম,
... আরও আকাশ,আরও বাতাস_লিখে দিত তোমার ই নাম।
শুধু আমি নই ওরা সবাই,ডেকে ডেকে,বলে বলে যেত_
বলো,ভাল আছ তো ?
বলো,ভাল আছ তো........
জানি,তোমায়ে আপন ভাবার কোনো অধিকার নেই গো আর,
এ ও জানি,দেখা হওয়ায়,কত বড় ভাগ্য আমার!
শুধু বল আজ আমায় ভূলে,
সুখী তুমি হয়েছ কত ????
বলো,ভাল আছ তো ?
আরো দেখুন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন