এই ব্লগটি সন্ধান করুন

বুধবার, ১৩ জুন, ২০১২

অনেক কষ্ট বুকে জমা
তোমাকে বলতে চাই না
তোমার চোখে জল আসুক
তাও আমি চাই না।

... তোমার মুখের দামি হাসি
মলিন দেখতে চাই না,
ভালোবাসি তোমার হাসি
হারিয়ে যাক তাও চাই না।

তোমায় কত ভালোবাসি
বলতে আমি চাই না,
ভালোবাসার কথা বলে
মুল্য পেতে চাই না।

আমার বুকের জমাট দুঃখ
অবসান হবে একদিন,
আমার ঘরে আলো দিতে
তুমি আসবে যে দিন।
আরো দেখুন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন