আমি মেঘ
এ আকাশ ও আকাশ ঘুরে বেড়াই
কখনো কখনো পথ ভুলে থমকে দাঁড়াই
কখনো নিজের ভার সইতে না পেরে
... পৃথিবীর বুকে আছড়ে পড়ি
এই জমিন ওই জমিন দৌড়ে বেড়াই
একটু যদি ঠাই মেলে কোথাও
কখনো মিষ্টি মেয়ের রূপসী গায়ে
টিপ টিপ আছড়ে পড়ি
হিংসুক সূর্যের সহেনা আমার একটু সুখ
বাড়িয়ে তাঁর তীব্রতা
আমায় উড়িয়ে নিয়ে যায় আবার সেই শূন্যে
কোথাও ঠাই মেলেনা আমার-
কেউ রাখেনা আমায়
না নীল না সবুজ
আমি যাযাবর চিরকালের
সবাই প্রয়োজনের সাথী
প্রনয়ের কেউ নয়।আরো দেখুন
এ আকাশ ও আকাশ ঘুরে বেড়াই
কখনো কখনো পথ ভুলে থমকে দাঁড়াই
কখনো নিজের ভার সইতে না পেরে
... পৃথিবীর বুকে আছড়ে পড়ি
এই জমিন ওই জমিন দৌড়ে বেড়াই
একটু যদি ঠাই মেলে কোথাও
কখনো মিষ্টি মেয়ের রূপসী গায়ে
টিপ টিপ আছড়ে পড়ি
হিংসুক সূর্যের সহেনা আমার একটু সুখ
বাড়িয়ে তাঁর তীব্রতা
আমায় উড়িয়ে নিয়ে যায় আবার সেই শূন্যে
কোথাও ঠাই মেলেনা আমার-
কেউ রাখেনা আমায়
না নীল না সবুজ
আমি যাযাবর চিরকালের
সবাই প্রয়োজনের সাথী
প্রনয়ের কেউ নয়।আরো দেখুন

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন