এই ব্লগটি সন্ধান করুন

মঙ্গলবার, ৭ আগস্ট, ২০১২

যদি তুমি বলো ভালোবাসো না আমায়
আজ হারাবে সূর্য -জোছনাধারায়
অপার নদী, অজস্র ফূল, স্বপ্নে বোনা কারুকাজ
যদি তুমি বলো আর চাই না তোমায়
আজ হারাবে স্বপ্ন গল্প কবিতা
...
সাদা কাগজ সুরের গান ছন্দে মাতাল প্রান

থেমে যাও মেঘ
ছুয়োনা আকাশ
থেমে যাও বৃষ্টি
দখিনা বাতাস
ভেংগে যাবে আজ
হৃদয় পাহাড়
সুখ চেয়ে এই মন
কাদবে আবার
যদি তুমি বলো ভালোবাসো না আমায়
আজ হারাবে সূর্য -জোছনাধারায়
অপার নদী, অজস্র ফূল, স্বপ্নে বোনা কারুকাজ ।।
আরো দেখুন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন