তুমি আজ এলে না
মন আমার ভালো না
তুমি না এলে আমার
কিছু ভালো লাগেনা
তুমি যে আমার ভোরের
...
প্রথম সুর্যের সোনালী আলো
তুমি বিহীন আমার জীবন
রাতের অন্ধ কারের কালো
যে খানেই থাকো তুমি ভালো থেকো
তোমার হৃদয় মন্দিরের
ভালোবাসার বেদীতে
আমাকে একটি লাল
গোলাপ দিতে দিও
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন