ভাল থাকার জন্য নয়,
ভাল রাখার জন্য ভালবেসো,
কষ্টের হাসিতে নয়,
সুখের অশ্রু হয়ে আমায় ঝরতে দিও,
কিছু কথা বলো চোখের ভাষায়,
কিছু আমার নীরবতায় বুঝে নিও,
...
ভাল রাখার জন্য ভালবেসো,
কষ্টের হাসিতে নয়,
সুখের অশ্রু হয়ে আমায় ঝরতে দিও,
কিছু কথা বলো চোখের ভাষায়,
কিছু আমার নীরবতায় বুঝে নিও,
...
কিছুটা কষ্ট তোমার দিও আমায়,
আমার কিছু সুখ তুমি নিও,
রেখোনা অভিমান গোপন তোমার জানালায়,
বৃষ্টির ছোয়াতে আমার শিহরণ খুজো,
আমার আমিকে আজ দিলাম তোমায়,
বন্ধু ভালবেসো শুধু ভালবেসো ।
আমার কিছু সুখ তুমি নিও,
রেখোনা অভিমান গোপন তোমার জানালায়,
বৃষ্টির ছোয়াতে আমার শিহরণ খুজো,
আমার আমিকে আজ দিলাম তোমায়,
বন্ধু ভালবেসো শুধু ভালবেসো ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন