এই ব্লগটি সন্ধান করুন

শুক্রবার, ১৪ সেপ্টেম্বর, ২০১২



আমি জানি না কি এমন অপরাধ ছিলো আমার..... পাগলের মতো তোমায় ভালোবেসেছি.... তুমি আমাকে ভুলে থাকতে পারো ? আমি অবুঝ ছিলাম, কিন্তু তুমিতো অবুঝ ছিলেনা... যদি দুরে যাবে আমাকে কেন ভালোবাসতে শিখিয়েছিলে ?!!

আজ আমার হাতে গড়া পৃথিবী আমি ভেঙে দিয়েছি.....
.. যে আমি পারবো না বলে কিছু আমার কাছে ছিল না, কিন্তু এক এক করে আজ আমি সব হারিয়ে ফেলতেছি.... সবার আড়ালে আমার কান্না, কেউ জানেনা আমি কেনএমন হয়ে যাচ্ছি... আমার ডাক্তার হওয়ার স্ব্প্ন, উজ্জ্বল ভবিষ্যত একটু একটু করে হারিয়ে যাচ্ছে অন্ধকারে..... আমার খাওয়া, চলাফেরা, ব্যবহার, প্রতিটা মুহুর্তে পরিবর্তন হচ্ছে, ছেড়ে দিয়েছি আমার সব ভাল গুন, পডাশুনা। আজ আমি ফেল করার ভয়ে বায়োলজি পরিক্ষা দিলাম না.....

কষ্টে আজ বুকটা ভেঙে যাচ্ছেআমার। দরজা লাগিয়ে কান্না করা ছাডা আমার আর কি করার আছে? নাজিম আজ তুমি নেই, সব হারিয়ে ও তোমায় আগের মতই ভালোবাসি.... ♥♥


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন