!! ____জোৎস্না দেখিনি; !!
_-_-___________-_-_
আমি কখনো আয়োজন করে
____জোৎস্না দেখিনি;
মাঝে মাঝে মনেই থাকেনা ___ কখন হাঁসে জোৎস্না,
কখন আবার অভিমানের পর __ মুখ তুলে তাকায় ।
তবুও নিষিদ্ধ রমণীর তিব্র আকাঙ্খার মত
জোৎস্নাই আমার রক্তে টান দেয়___শিহরিত শিহরণ দিয়ে ।
...
_-_-___________-_-_
আমি কখনো আয়োজন করে
____জোৎস্না দেখিনি;
মাঝে মাঝে মনেই থাকেনা ___ কখন হাঁসে জোৎস্না,
কখন আবার অভিমানের পর __ মুখ তুলে তাকায় ।
তবুও নিষিদ্ধ রমণীর তিব্র আকাঙ্খার মত
জোৎস্নাই আমার রক্তে টান দেয়___শিহরিত শিহরণ দিয়ে ।
...
আমি কখন নগ্ন নিত্য করার মত
জোৎস্না দেখেনি,
দেখিনি_____
নদীর জলে জোৎস্নার উন্মাদনার সংগম ।
আমি দেখিনি জোনাকির ভিড়ে____হাসনাহেনার স্নিগ্ধ ঝাঁকে
জোৎস্নার লুকোচুরি ।
দেখিনি_____
জোৎস্নাকে সাথী করে জোয়ারের হাত খামছে দিতে___ কুলের বুক।
তবুও প্রথম নারীর সার্নিদ্ধের উষ্ণতার মত
জোৎস্না আমায়___
বার বার বিব্রত করে দেয়__ চঞ্চলতায় মনে মনে ।
আমি কখনো জোৎস্না দেখার আকাখাঙ্কা আঁকিনি বুকে
জোৎস্না যখন ডাক দিয়ে হুঙ্কার দিবে____
তার জোৎস্নায় সুখের মত ব্যাথায় ব্যাথায় ভরিয়ে দিবে___বুক।
আমিও গৃহ ত্যাগী হব_____
সেই গৃহ ত্যাগী জোৎস্নাতে ।
আরো দেখুনজোৎস্না দেখেনি,
দেখিনি_____
নদীর জলে জোৎস্নার উন্মাদনার সংগম ।
আমি দেখিনি জোনাকির ভিড়ে____হাসনাহেনার স্নিগ্ধ ঝাঁকে
জোৎস্নার লুকোচুরি ।
দেখিনি_____
জোৎস্নাকে সাথী করে জোয়ারের হাত খামছে দিতে___ কুলের বুক।
তবুও প্রথম নারীর সার্নিদ্ধের উষ্ণতার মত
জোৎস্না আমায়___
বার বার বিব্রত করে দেয়__ চঞ্চলতায় মনে মনে ।
আমি কখনো জোৎস্না দেখার আকাখাঙ্কা আঁকিনি বুকে
জোৎস্না যখন ডাক দিয়ে হুঙ্কার দিবে____
তার জোৎস্নায় সুখের মত ব্যাথায় ব্যাথায় ভরিয়ে দিবে___বুক।
আমিও গৃহ ত্যাগী হব_____
সেই গৃহ ত্যাগী জোৎস্নাতে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন