!! সাদা আর কালো !!
---------______
সাদা আর কালোর মাঝে
একটি নির্বাচন করা খুবই সহজ।
সাদার উজ্জ্বলতা শব্দ করে___তার পবিত্রতা ঘোষণা
করে।
আর___ কালো তার নিকস অন্ধকারের আঁধার দেখিয়ে
অগভীর গভীরতা সতর্ক বার্তা দিয়ে যায়।
সাদা কে পুডিয়ে পেখমে কৃষ্ণ চিহ্ন আঁকা যায়,
...
---------______
সাদা আর কালোর মাঝে
একটি নির্বাচন করা খুবই সহজ।
সাদার উজ্জ্বলতা শব্দ করে___তার পবিত্রতা ঘোষণা
করে।
আর___ কালো তার নিকস অন্ধকারের আঁধার দেখিয়ে
অগভীর গভীরতা সতর্ক বার্তা দিয়ে যায়।
সাদা কে পুডিয়ে পেখমে কৃষ্ণ চিহ্ন আঁকা যায়,
...
কালকে দগ্ধ করলেই____কেবল তৃষ্ণা বাড়ে
আরও জ্বল জ্বল কালো হওয়ার ।
দুটি সাদা থেকে একটা আলাদা করা
সমীকরণের বিক্রিয়ায় কত কষা-কষি বে-হিসাবি।
দুটি কালো থেকেও তাই।
সভ্যতার ওষ্ঠে পিষ্ঠে জুড়ে___আবর্তিত হচ্ছে
সাদা আর কালো ।
জীবনের পার্থিব___অপার্থিব সবই সাদা,
এই যে বেঁচে আছি উজ্জ্বল সাদায়।
মৃত্যুর হিমশীতলটার সমস্ত রূপ রেখা কালো।
একটি সম্ভাবনার ভাবনা___সব সময় সাদা সুন্দর হয়
আলোকিত করার প্রয়াস থেকে তার___ শীর্ষে।
বজ্র থেকে ভেঙ্গে পড়া সব কিছুই___আঁধারের কালো ।
এক বিন্দু জীবন থেকে শেষ অবধিও মহাকাল পর্যন্ত
দুটিই মাত্র পরম সত্য
সাদা আর কালো ।
আরো দেখুনআরও জ্বল জ্বল কালো হওয়ার ।
দুটি সাদা থেকে একটা আলাদা করা
সমীকরণের বিক্রিয়ায় কত কষা-কষি বে-হিসাবি।
দুটি কালো থেকেও তাই।
সভ্যতার ওষ্ঠে পিষ্ঠে জুড়ে___আবর্তিত হচ্ছে
সাদা আর কালো ।
জীবনের পার্থিব___অপার্থিব সবই সাদা,
এই যে বেঁচে আছি উজ্জ্বল সাদায়।
মৃত্যুর হিমশীতলটার সমস্ত রূপ রেখা কালো।
একটি সম্ভাবনার ভাবনা___সব সময় সাদা সুন্দর হয়
আলোকিত করার প্রয়াস থেকে তার___ শীর্ষে।
বজ্র থেকে ভেঙ্গে পড়া সব কিছুই___আঁধারের কালো ।
এক বিন্দু জীবন থেকে শেষ অবধিও মহাকাল পর্যন্ত
দুটিই মাত্র পরম সত্য
সাদা আর কালো ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন