এই ব্লগটি সন্ধান করুন

সোমবার, ৩ সেপ্টেম্বর, ২০১২



নিজের সব ভালোলাগা , ভালোবাসা আর স্বপ্নগুলো আমি তোমাকে উৎসর্গ করেছিলাম ,
আর নিজের জন্য রেখেছিলাম শুধু এই ঘুণে খাওয়া দেহটুকু ।
কিন্তু আমার এই ভালোবাসা স্বপ্ন যদি
তুমি অন্য কাওকে দিয়ে দাও ,
তাহলে নিজের জন্য কি রাখবে তুমি ?
...
দেহের পচন তো অনেক আগেই হয়েছে ,
এখন যদি আত্মার ও পচন ধরে তাহলে আর কিছুই যে থাকবেনা তোমার ।
জানি ভুল করেও আমায় মনে পরেনা এখন ,
এত মানুষের ভীরে আমি তো এক ছারপোকা মাত্র ।
পুরানো সেই তোমাকে পুঁজো করি এখনও ,
তাইতো স্মৃতি গুলোকে হারাতে চাইনা ।
নতুন এই তোমার কাছ থাকলে পুরানো ভালোবাসার সুখ গুলো হারিয়ে যাবে ,
তোমার যোগ্য আমি নই , তাইতো হারিয়ে গেলাম ।
ভালো থেকো তুমি , এখনও ভালোবাসি তোমায় ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন