সাগরের প্রতিটি ঢেউয়ে ঢেউয়ে
নদীর কল কল ধ্বনিতে
পাহাড়ের ঝরনাতে
বৃষ্টির মৃদু মৃদু শব্দে
হাওয়ার আলতো ছোঁয়ায়
...
রাস্তার বাকে বাকে
স্যার এ গ্রাফ থিউরি ক্লাসে
ফেইসবুকের পাতায় পাতায়
দেয়ালের পোস্টারে পোস্টারে
শুধু তোমার ছবিই ভেসে ওঠে
তোমার কথাই মনে পড়ে
নদীর কল কল ধ্বনিতে
পাহাড়ের ঝরনাতে
বৃষ্টির মৃদু মৃদু শব্দে
হাওয়ার আলতো ছোঁয়ায়
...

স্যার এ গ্রাফ থিউরি ক্লাসে
ফেইসবুকের পাতায় পাতায়
দেয়ালের পোস্টারে পোস্টারে
শুধু তোমার ছবিই ভেসে ওঠে
তোমার কথাই মনে পড়ে
সেই হাসি মাখা মুখ
কাজল কালো আখি,
বাকা ঠোট দুটো
লম্বা চুলের বেনী
কোথায় হারিয়ে গেল সব!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন