যাও তোমাকে আমি মুক্তি দিলাম ।
আজ থেকে আমার সকল ভালোবাসার বাঁধন থেকে তুমি মুক্ত ।
আমি ভুলে গিয়েছিলাম যে তুমি আমার কাছে পরাধীন হয়ে আছো ।
আমার ভালোবাসা তোমার কাছে ছিল এক বন্দিশালা ,
তুমি একাকি মুক্ত হাওয়ায় উড়তে চেয়েছিলে ,
...
আজ থেকে আমার সকল ভালোবাসার বাঁধন থেকে তুমি মুক্ত ।
আমি ভুলে গিয়েছিলাম যে তুমি আমার কাছে পরাধীন হয়ে আছো ।
আমার ভালোবাসা তোমার কাছে ছিল এক বন্দিশালা ,
তুমি একাকি মুক্ত হাওয়ায় উড়তে চেয়েছিলে ,
...
কিন্তু আমি চেয়েছিলাম তোমাকে নিয়ে উড়তে ।
আমি ছিলাম তোমার কাছে এক বিরক্তিকর, অস্বস্তিকর,
একঘেয়েমি ছাড়া আর কিছু নয় ।
তোমার এই কষ্ট আমি সহ্য করতে পারিনি ,
তাইতো ঘুড়ির নাটাই থেকে সুতো ছিঁড়ে দিলাম ।
তুমি তোমার উন্মুক্ত আকাশে উড়ে বেড়াও ।
আমি তোমাকে ছুঁতে পারবোনা কিন্তু দূর থেকে দেখবো তোমার হারিয়ে যাওয়া ।
আরো দেখুনআমি ছিলাম তোমার কাছে এক বিরক্তিকর, অস্বস্তিকর,
একঘেয়েমি ছাড়া আর কিছু নয় ।
তোমার এই কষ্ট আমি সহ্য করতে পারিনি ,
তাইতো ঘুড়ির নাটাই থেকে সুতো ছিঁড়ে দিলাম ।
তুমি তোমার উন্মুক্ত আকাশে উড়ে বেড়াও ।
আমি তোমাকে ছুঁতে পারবোনা কিন্তু দূর থেকে দেখবো তোমার হারিয়ে যাওয়া ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন