অনেকটা পথ পেরিয়েও মনে হয়
এখনো ছোয়া হয়নি তোমাকে,
অনেকটা সবুজ মেখেও মনে হয়
প্রকৃতিতে মেলাতে পারিনি নিজেকে,
তবু দুচোখে যখন স্বপ্নেরা
...
এখনো ছোয়া হয়নি তোমাকে,
অনেকটা সবুজ মেখেও মনে হয়
প্রকৃতিতে মেলাতে পারিনি নিজেকে,
তবু দুচোখে যখন স্বপ্নেরা
...
ঝরে পড়ে অবিরত বৃষ্টি হয়ে,
তবু মন খারাপের কোনো এক সীমানায়
অচেনা রং মেখে নেয়,
অনেকটা নীল দু'হাত বাড়িয়েও
রয়ে যায় নাগালের সেই বাইরে,
অনেকটা সময় হারিয়েও মুহূর্ত
গুলো শুধু রয়ে যায় হৃদয়ে,
তবু অনেকদিন পরে নিরালা কোনো দুপুরে
বা ঘুম ভেঙ্গে যাওয়া মাঝ রাতে,
তবু কেন অজানা লাগে কষ্টের ফেলে আসা
সেই নীল সবুজের নিজেকে...
আরো দেখুনতবু মন খারাপের কোনো এক সীমানায়
অচেনা রং মেখে নেয়,
অনেকটা নীল দু'হাত বাড়িয়েও
রয়ে যায় নাগালের সেই বাইরে,
অনেকটা সময় হারিয়েও মুহূর্ত
গুলো শুধু রয়ে যায় হৃদয়ে,
তবু অনেকদিন পরে নিরালা কোনো দুপুরে
বা ঘুম ভেঙ্গে যাওয়া মাঝ রাতে,
তবু কেন অজানা লাগে কষ্টের ফেলে আসা
সেই নীল সবুজের নিজেকে...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন